ফুল নিয়ে রোমান্টিক ক্যাপশন - ফুল নিয়ে ক্যাপশন ইংলিশ
ফুল নিয়ে রোমান্টিক ক্যাপশন - ফুল নিয়ে ক্যাপশন ইংলিশ এই আর্টিকেল থেকে জেনে নিতে পারেন এছাড়া আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব ফুল নিয়ে রোমান্টিক ক্যাপশন - ফুল নিয়ে ক্যাপশন ইংলিশ আজকের এই আর্টিকেলটি আপনি যদি মনোযোগ সহকারে পড়েনফুল নিয়ে রোমান্টিক ক্যাপশন - ফুল নিয়ে ক্যাপশন ইংলিশ শুধুমাত্র একটি পোস্ট থেকে জেনে নিতে পারবেন ।
ফুল নিয়ে রোমান্টিক ক্যাপশন - ফুল নিয়ে ক্যাপশন ইংলিশ |
এই আর্টিকেলটি আপনি মনোযোগ সহকারে পড়েন তাহলে ফুল নিয়ে রোমান্টিক ক্যাপশন - ফুল নিয়ে ক্যাপশন ইংলিশ আর কোন প্রশ্ন থাকবে না।
ফুল নিয়ে রোমান্টিক ক্যাপশন
এই পুরো পৃথিবীতে মহান আল্লাহ তায়ালা রাব্বুল আলামিনের যতো সৃষ্টি রয়েছে . . . .
সকল সৃষ্টির মধ্যে ফুল হলো পবিত্র একটি সৃষ্টি ৷
আসলেই মানুষের মন ফুলের মতোই কোমল . . . . .
কিন্তু তাদের নিয়ত কাঁটার ন্যায় ভীষণ তিক্ত ৷
ফুল কে ভালোবেসে যত্ন নিলে , ফুল যেমন করে সুভাষ ছড়ায় . . . . .
ঠিক তেমনই আবার মানুষ কে ভালোবেসে আকড়ে নিলে ও তার জীবন বদলে যায় ৷
গাছের গোলাপ ছিড়ে নিলে গাছে যেমন কাটা ছাড়া কিছু অবশিষ্ট থাকে না . . . . .
ঠিক তেমনই করে সম্পর্কে ভালোবাসা ফুরিয়ে গেলে সম্পর্কে ও দায় ছাড়া কিছু অবশিষ্ট থাকে না ৷
ফুল হলো আমাদের সৃষ্টিকর্তা মহান আল্লাহ তায়ালা রাব্বুল আলামিনের অশেষ সুন্দরতম একটি সৃষ্টি . . . . . যা এই পুরো পৃথিবী টা কে আরো ও অনেক অনেক বেশি সুন্দর করে তোলে ।
একটি বাগানের একটি মাত্র ফুল ,
আর শুধু মাত্র একটি ফুলের তোড়া , . . .
তাহার মাঝে তে থাকবে প্রিয় তুমি ,
হাজার পাপড়ি দিয়ে মোড়া ।
কারোর নিকটে কোন প্রকার কোন ফুল এনে দেওয়া হলে ,
সে যেন সেই ফুল টি ফিরিয়ে না দেয় ।
কারণ সেই ফুল গুলো সব ওজনে হালকা এবং ঘ্রানে উত্তম ।
— হযরত মোঃ ( সাঃ ) - সহিহ মুসলিম ৫৭৭৬
ফুল দেওয়ার মতো একটি মাত্র মানুষ আসুক আমার জীবনে ,
মানুষটা আমার সেই ফুলের ন্যায় সুন্দর হোক ।
সেই ফুলের মতো সুন্দর হয়েই সে আমার সাথে থেকে যাক তার সারাটি জীবন ।
ভালবাসা হলো মূলত এমন একটি সুন্দর তম ফুলের মতো ,
যা কি না আমরা কখন ও স্পর্শ করতে পারি না ,
তবে কিন্তু আবার যার সুবাস পুরো বাগানটি কে আনন্দময় স্থান করে তোলে ।
ফুলের সৌন্দর্য্য আর পবিত্রতা গুলোর কখন ও কোন প্রকার ক্যাপশন হয় না . . . . .
ফুলের ক্যাপশন তার নিজের সৌন্দর্য্যই ।
গোলাপ ফুল নিয়ে রোমান্টিক ক্যাপশন
কাটা হয়ে না ,
যদি কখন ও কোন দিন পারো তাহলে গোলাপ হয়ে সুভাষ ছড়িও কারো জীবনে ৷
যদি পারো তাহলে সত্যি কারের ভালবেসো . . . . .
কারণ হলো চার পাশে তো আর অভিনয় করার লোকের অভাব নাই ৷
গোলাপ ফুল মূলত ভালোবাসার ও অসমাপ্ত প্রেমের এবং সম্মানের প্রতীক ৷ নিজের কাছের এবং খুব প্রিয় মানুষদের ভালোবাসার চিহ্ন হিসেবে দেওয়া হয়ে থাকে . . . . . আর সম্মানীয় সকল ব্যক্তিদের সম্মান প্রদর্শন করতে ফুলের তোরা দেওয়া হয়ে থাকে ৷
আমাদের সকলের জীবনের প্রেমের অভিজ্ঞতা কম বেশি সকলেরই গোলাপ ফুলের মতো ৷
সামান্য পরিমাণ পাপড়ি দ্বারা ঘেরা কোমল ফুলের সৌন্দর্য্য টুকুর জন্য গাছ ভর্তি কাটা আমরা বরণ করে নি ৷
গোলাপ গাছের ঐ প্রতিটি কাটা যেমন সেই গাছের গোলাপ ফুল টি কে সুরক্ষা প্রদান করে থাকে সেই সকল মানুষদের কষ্ট দিয়ে যারা এই ফুল টি কে নষ্ট করতে চায় ৷
গোলাপ ফুলের সৌন্দর্য্য এর অন্য রকমের এক মর্মার্থ রয়েছে
শুধুমাত্র প্রেমে পাগল মানুষ গুলো বুঝতে সক্ষম হয়ে থাকে ৷
লাল গোলাপের প্রতিটি পাপড়ির সাথে মিশে আছে ভালোবাসার রং . . . . .
তাই তো সে রং ভালোবাসার প্রেমিক পুরুষদের মনে জানান দেয় শত আশার ৷
বাগানে গোলাপ ফুল ফুটে ,
সুরভিত করেছে আমাদের চারপাশের পরিবেশ ৷
বন্ধু আমার তোমার কথা মনে করে , অমাবস্যা জেগেছে মনে তে বেশ ৷
ফুল নিয়ে ক্যাপশন ইংলিশ
1 . Kanchan flower developed in phalgun ,
Amramukula accumulated in branches.
The nimble bee sings, the bee hums in the south . . . . .
Flowers do not say anything,
but they express everything through their beauty . . . .
If you take care of the flower with love,
it will spread the blessings like the flower . . . . .
In the same way, if a person is caught in love, his life changes
If the rose is plucked from the tree ,
there is nothing left but the cut . . . . .
Similarly , when the love in a relationship runs out ,
there is nothing left but the relationship and responsibility
Flowers are one of the most beautiful creations of our creator ,
Almighty Allah Rabbul Alamin . . . . .
Which makes this whole world more and much more beautiful .
If I had a flower for every time I think of you ,
I could walk in my garden forever . .
Love is like a beautiful flower ,
which I cannot touch ,
but whose fragrance makes the garden just a happy place .
হাতে ফুল নিয়ে ক্যাপশন
দূরে কোথাও আছি বসে তোমার জন্য অপেক্ষা করে . . . . .
বলো না গো প্রিয় আসবে কি তুমি এক মুছো কাঠ গোলাপ হাতে নিয়ে ৷
খুব লোভ হয় প্রিয় ,
ভালোবাসার লোভ ৷
তোমাকে কাছে পেতে ,
তোমার হাতের ঐ বেলি ফুলের সুভাষ খুব করে কাছে টানে ৷
৩ . রোজ বিকেলে আমি একা থাকি দাড়িয়ে , , , ,
তুমি কখন এসে দেবে তোমার হাতের ঐ কাঠ গোলাপ প্রিয় ৷
আর কখন এসে আমায় আলিঙ্গন করে নিবে তুমি তোমার বক্ষপৃষ্টে ৷
তুমি যদি চাও তবে হাজার টা কোমল গোলাপ ফুল তুলে দিতে পারি তোমার ঐ কোমল হাতে ৷
আবার তুমি চাইলেই সেই গোলাপের সৌরভ হয়ে তোমাকে নিতে পারি জড়িয়ে ৷
আমি নদীর ঘাটে বসে রব এলো চুলে ৷
সেই পড়ন্ত বিকেলে এক গুচ্ছ গোলাপ ফুল নিয়ে তুমি আসবে ঠিকই ৷
এসে বসবে আমার পাশে ৷
বাগান বিলাস ফুল নিয়ে ক্যাপশন
আমি প্রতি নিয়ত এর রাশ মুগ্ধতা নিয়ে
ঐ দূরের নীল আকাশের দিকে চেয়ে থাকা আমি বাগান বিলাশ ৷
তুমি বৃষ্টি হয়ে প্রতিটি ভালোবাসার ফোঠায় ছুয়ে দিলে তুমি ! !
বাগান বিলাশ ফুল টি হলো মূলত এক আকাশ সমান মুগ্ধতার প্রতিক . . . . .
যে সকল পথচারীদের কে বাগান বিলাশ ফুল মুগ্ধ করতে পারে নি , , , ,
তাদের কে অন্য কেউ কখন ও মুগ্ধ করতে পারবে না ৷
তোমার বাড়ির আঙ্গিনায় বাগান বিলাশ ফুলের রাজত্ব রেখ প্রিয় , , , , ,
কোন এক সময় না হয় বৃষ্টি হয়ে নামব তোমার শহরে ভিজিয়ে দিব বাগান বিলাশ ফুলের সৌন্দর্য্য ভরা মায়া গুলোকে যা তোমার শুভ্রতা নিজের সঙ্গে আলিঙ্গন করে থাকে ৷
কোন এক বৃষ্টি ভেজা রাতে , , , ,
বৃষ্টি ভেজা আমার বারান্দার বাগান বিলাশ ফুলের রাজত্ব করা রেলিং টি ধরে , , , ,
তোমার ভাবনা কল্পনাতে মিশিয়ে বৃষ্টি বিলাস করব প্রিয় ৷
বাগান বিলাশ ফুলের হয়তো নেই কোন সুবাস , , , ,
কিন্তু বাগান বিলাশ ফুলে রয়েছে এক আকাশ সমান মুগ্ধতা ! !
বাগান বিলাশ ফুলের মায়ায় পড়েছি ৷ কল্পনাতে তোমাকে মিশিয়েছি ৷
ফুল নিয়ে ইসলামিক উক্তি
আপনা ভেতরের মন কে ফুলের মতো সুন্দর করুন . . . . .
মহান আল্লাহ তায়ালা রাব্বুল আলামিন আপনার মাঝে সুবাষে ভরিয়ে দিবেন ৷
মক্কার বাগানেতে ফুটিল যে একটি ফুল , , , ,
নাম তার রাখিল যে মোহাম্মাদ রাসুল , , ,
সুবাস ছড়িয়ে গেল যে সে সারা বিশ্বে , , ,
মহান আল্লাহ দিলেন মর্যাদা তার সবার শীর্ষে ।
এই পুরো পৃথিবীটা হলো একটি বাগান , , ,
প্রতিটি মুমিন ব্যক্তি হলেন সেই বাগানের সুবাসিত ফুল ৷
প্রতিটি নাফরমাজি ব্যক্তি হলেন রোগাক্রান্ত ফুল ৷
আমাদের ভুল গুলো যদি সব ফুল হয়ে যেত . . .
তাহলে মহান আল্লাহ তায়ালা রাব্বুল আলামিনের দীনের পথে গমনে সব ঝড়ে পড়ত বেলা ফুরাবার শেষ বিকেলের দিকে ৷
৫ . ফুল হলো সুপ্ত ভালোবাসার মতো , , , , ,
একে যতো বাড়তে দেওয়া যায় . . . .
তত পরিমাণে বাড়তে থাকে ৷
হজরত আবু সাইদ ( রা. ) বলেন যে রাসুল (সা. ) ইরশাদ করেছেন যে ,
আমার খুব আশঙ্কা হচ্ছে যে মহান আল্লাহ তায়ালা যেন তোমাদের জন্য জমিনের উপর থেকে বরকত বন্ধ করে না দেন ।
উপস্থিত থাকা সকল সাহাবায়ে কেরাম রা সকলেই জিজ্ঞাসা করলেন যে হুজুর জমিনের উপর বরকত কী ?
হজুর ( সা. ) বললেন যে , জমিনের ফুল ।
আসলে ফুলের সৌন্দর্য্য মানুষদের সকলকে পবিত্র হতে প্রেরণা জোগায় ।
শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে আমাদের সকলের ও উচিত যে ,
নিজেদের আমল এবং আখলাক ফুলের মতো পবিত্র করা ।
সাদা ফুল নিয়ে ক্যাপশন
তুমি কি চিরকাল ঠিক এমনই রবে ?
যেমন মনে হয় যেন আমার সামনে দাঁড়িয়ে আছো
এক গুচ্ছ সাদা ফুল হাতে নিয়ে ।
সেই ফুলের ঘ্রাণ ভেসে আসছে আমার নাকে ,
সেই আমিই যে অপলক তাকিয়ে আছি ঐ তোমার দিকে . . . .
আমার বাগানের এক পাশ জুড়ে সাদা ফুল ঢেউ খেলে . . . .
দেখলে মনে হয় যেন সাদা বকে মেলা বসেছে ৷
দাড়িয়ে ছিলাম নদীর পারে এলো চুলে . . . .
দূরে কোথাও থেকে ভেসে আসছে তোমার পদ ধনি ৷ প্রজাপতি রা সব জানান দিচ্ছে তোমার উপস্থিতি . .
এক গুচ্ছ সাদা ফুল হাতে . . .
সত্যি কি তুমি এলে নাকি আছো আমার কল্পনার সাথে মিশে ৷
তোমার হাতের মুঠোয় এক গুচ্ছ করে স্নিগ্ধ সাদা ফুল নিয়ে . . . .
মৌ মৌ চার পাশের গন্ধে আমি মাতোরায় হয়েছি যে আকুল !
শুধু বলে দাও যে ফুল গুলো এনেছ সব আমার জন্য !
আমি যে হয়ে যাবো চির ধন্য !
টবের কিনারে তে যে ফুটেছে শত উপেক্ষার সাদা ফুল . . . . .
তুমি যাদের কে এড়িয়ে চলে যাও অজস্র অবহেলায়
কিন্তু কি এই আহাম্মক প্রজাপতি ঠিকই উড়ে আসে শত ভালোবেসে . . .
উড়ে আসে বারং বার এই ফুলের কাছে ।
কাঠ গোলাপের সাদার মায়ায় হারিয়ে যেতে পারি . . . .
তোমার জন্য মনের কোণে শত জায়গা করে রাখি ৷
ফুল নিয়ে কবিতা
ফুলের মালা
বেলি ফুলের মালা হাতে , এগিয়ে আসো এলো চুলে
তোমার প্রেমের বন্দনা সখি বাজে যে আমার মনে ,
বাতাসে তে কণ্যা তোমার উড়িবে সেই কালো কেশ ,
আমার শুভ্র ভালোবাসা তোমায় নিবে যে পরম আবেশে ৷
অসময়ের বৃষ্টি বিলাস ,
কাঠগোলাপ হাতে নিয়ে ৷
হাতের উপর হাত রেখে ,
পাড়ি দিব অনন্ত পথ হে প্রিয় ৷
পুষ্পকাহন
পুষ্পরথ সাজাবো হে মোর সখী , হবো যে আমি তোমার কৃষ্ণ ৷
সপ্তরঙের এ পদ্ম পানে হে হৃদয় হবে মোর উষ্ণ ,
প্রেমের তরে অঞ্জলি যতো টা লুটাবো তোমার চরনে ,
পুষ্প বৃষ্টি ঝরাবো হে প্রিয় দেখো তুমি , তোমায় বরন করে ।
কুঞ্জবনে আমি তোমার প্রতিক্ষাতে যে কাটবে যখন প্রতিটি প্রহর ,
মুখের পানে তোমার চেয়ে আমার মনের ভাবের হবে না যে কোনো ঠাওর ,
পুষ্প সাজে তোমার ভেতরের মান ভাঙাবে হে প্রিয়দর্শিনী ,
পুষ্পবানের শত আঘাত করে এমন করবে বুঝিনি ।
পরিস্ফুটন হবে যে মোর প্রেম ময় পুষ্পরেণুর মতো
ধীরে ধীরে করে মিলিয়ে যাবে মোর পুষ্পশরের ক্ষত ,
পদ্মাবতী তোমার রূপে তুমি , আমি হবো যে তোমার কানাই ,
পদ্মপাতায় পুষ্প রসে তে প্রনয়কাব্য বানাই ।
শেষ কথা: ফুল নিয়ে রোমান্টিক ক্যাপশন - ফুল নিয়ে ক্যাপশন ইংলিশ
পোষ্টের মাধ্যমে ফুল নিয়ে রোমান্টিক ক্যাপশন - ফুল নিয়ে ক্যাপশন ইংলিশ জানতে পারলেন । মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে আশা করি আপনার কোন সমস্যা হওয়ার কথা না ফুল নিয়ে রোমান্টিক ক্যাপশন - ফুল নিয়ে ক্যাপশন ইংলিশ জানতে পারবেন। আপনাদের যদি এই পোস্টটি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url