দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি - দোয়া কুনুত এর বিকল্প


দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি - দোয়া কুনুত এর বিকল্প এই আর্টিকেল থেকে জেনে নিতে পারেন এছাড়া আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি - দোয়া কুনুত এর বিকল্প আজকের এই আর্টিকেলটি আপনি যদি মনোযোগ সহকারে পড়েন দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি - দোয়া কুনুত এর বিকল্প শুধুমাত্র একটি পোস্ট থেকে জেনে নিতে পারবেন ।
দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি - দোয়া কুনুত এর বিকল্প
দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি - দোয়া কুনুত এর বিকল্প

এই আর্টিকেলটি আপনি মনোযোগ সহকারে পড়েন তাহলে দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি - দোয়া কুনুত এর বিকল্প আর কোন প্রশ্ন থাকবে না।

দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি

আপনাদের মধ্যে অনেক মানুষ আছে যাদের দোয়া কুনুত এখন ও পর্যন্ত মুখস্ত করা হয়নি । আবার অনেক মানুষ আছে যারা কখন ও কোন দিন মুখস্ত করার চেষ্টা পর্যন্ত ও করেনি , আবার অনেক মানুষ আছে যারা জানেও না যে , এই দোয়া কুনুত কখন পড়তে হয় , কোন নামাজে এই দোয়া কুনুত পড়তে হয় । আবার এমন অনেক মানুষ জন আছে যে , তারা এই দোয়া কুনুত এর গুরুত্ব সম্পর্কে জানার পরে দোয়া কুনুত মুখস্ত করতে চায় ৷ 

কিন্তু তারা ভয় পায় যে , এত বড় দোয়া তারা ঠিক কিভাবে মুখস্ত করবে ৷ অনেক ছোট বাচ্চা রা ও আছে এবং বয়স্ক মানুষ আছে ও এই দোয়াটি তারা মুখস্ত করতে চাই , কিন্তু এই দোয়া টি বড় বলে তারা হয়তো ভয় পাওয়ার কারণের জন্য তারা মুখস্ত করতে চায়না । তাই আজ আমি আপনাদের সকলের সুবিধার্থে এই দোয়া কুনুত কিভাবে খুব সহজ ভাবে মুখস্ত করে নিতে পারবে সেই বিষয় গুলো সব সুন্দর ভাবে বলে দেওয়ার চেষ্টা করব ।

প্রথমে আপনারা একটি খাতা এবং একটি পেন বা কলম নিয়ে নিবেন । এরপরে দোয়া কুনুতের বাংলা উচ্চারণ টি আপনি আপনার খাতায় খুব সুন্দর ভাবে লিখে নিবেন । এই দোয়া টি আপনি আপনার খাতায় লিখে নেওয়ার পরে আপনি প্রতিদিন ঠিক ছয়টি করে বাক্য মুখস্থ করে নিবেন । এমন ভাবে মুখস্ত করবেন যেন , আপনি সেই ছয়টি বাক্য গুলো আর কখন ও না ভুলেন । এরপরে আবার ছয়টি করে বাক্য মুখস্ত করবেন , এ ভাবে যদি আপনারা এই দোয়া টি মুখস্ত করেন তাহলে খুব তাড়াতাড়ি আপনাদের মুখস্থ হয়ে যাবে । 

তাহলে আপনাদের এই দোয়ায়ে কুনুত টি এত বড় বলে মুখস্ত করতে ভয় লাগবে না । এ ভাবে আপনি এই দোয়া কুনুত মুখস্ত করলে দেখবেন যে , আপনি আপনার খুব সহজেই দোয়ায়ে কুনুত টি মুখস্ত হয়ে যাবে । তা ছাড়া ও আপনারা চাইলে আরো একটি পদ্ধতি অবলম্বন করতে পারেন , আপনি এই দোয়া কুনুত আপনার মোবাইল ফোনের মেমোরি কার্ড টি তে ডাউনলোড করে নিবেন ৷ দোয়া কুনুত আপনি ডাউনলোড করে নিয়ে আস্তে আস্তে অল্প অল্প পরিমাণ করে শুনবেন এবং অল্প অল্প পরিমাণ করে মুখস্ত করে নিবেন ৷ 

তাহল ও আপনার দোয়া কুনুত মুখস্ত ভালো হয়ে থাকে ৷ মহান আল্লাহ তায়ালা রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাইবেন যে , যেন মহান আল্লাহ তায়ালা রাব্বুল আলামিন যেন আপনাকে এই দোয়ায়ে কুনুত টি মুখস্ত করার জন্য জ্ঞান দান করেন । মহা আল্লাহ তাআলা চাইলেই এবং আপনার যদি দোয়া কবুল টি মুখস্থ করার চেষ্টা থাকে তাহলে একদিনেই আপনি এই দোয়া কুনুত মুখস্থ হয়ে যাবে । আপনি মহান আল্লাহর ভয়ে দোয়ায়ে কুনুত মুখস্ত করছেন , আল্লাহ তো আপনাকে অবশ্যই সাহায্য করবেন ইনশাল্লাহ 

দোয়া কুনুত বাংলা অর্থসহ

দোয়া কুনুত আরবি :

اَللَّهُمَّ اِنَّ نَسْتَعِيْنُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِىْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ-اَللَّهُمَّ اِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّىْ وَنَسْجُدُ وَاِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ وَنَرْجُوْ رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ اِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ

দোয়া কুনুত বাংলা উচ্চারণ :

আল্লাহুম্মা ইন্না নাসতায়িনুকা ওয়া নাসতাগ ফিরুকা , ওয়ানুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুছনি আলাইকাল খাইর । ওয়া নাসকুরুকা ওয়ালা নাক ফুরুকা , ওয়ানাখলাউ উয়ানাত রুকু মাইয়্যাফযুরুকা । আল্লাহুম্মা ইয়্যাকানা ’ বুদু ওয়ালাকা নুছল্লি , ওয়ানাস জুদু ওয়া ইলাইকা নাসয়া ; ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা , ওয়া নাখশা আজাবাকা ; ইন্না আজাবাকা বিলকুফফারি মুলহিক ।

দোয়া কুনুতের বাংলা অর্থ

আল্লাহ ! আমরা তোমারই সাহায্য চাই । তোমারই নিকহেট ক্ষমা চাই , তোমারই প্রতি ঈমান রাখি , তোমারই ওপর ভরসা করি এবং সকল মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি । আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি , অকৃতজ্ঞ হই না । হে আল্লাহ ! আমরা তোমারই দাসত্ব করি , তোমারই জন্য নামাজ পড়ি এবং তোমাকেই সিজদাহ করি । আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি । আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আযাবকে ভয় করি । আর তোমার আযাবতো কাফেরদের জন্যই র্নিধারিত ।

দোয়া কুনুত ডাউনলোড  PDF

দৈনিক পাঁচ ওয়াক্ত নামাজে সুরা - কেরাত , দরুদ শরীফ , তাশাহুদ , দোয়ায়ে মাসুরাসহ বিভিন্ন প্রকার সব দোয়া পড়া হয়ে থাকে । নামাজের মধ্যে এ সকল প্রকার দোয়া গুলো সব পড়া আবশ্যক হয়ে থাকে । এমন সকল প্রকার দোয়ার মতো আরেকটি আমল হলো যে - দোয়া কুনুত । দোয়া কুনুত টিকে মূল্যবান দোয়া গুলোর মধ্যে থেকে অন্যতম মনে করা হয়ে থাকে ৷ এই দোয়া গুলোর মাধ্যমে মহান আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ আবেদন গুলো সব তুলে ধরা হয়ে থাকে ৷ 

দোয়া কুনুত রাসুল ( সা. ) মাঝে মাঝে পাঠ করতেন । এশার নামাজ পরার পর থেকে শেষ রাতের আগ পর্যন্ত যে কোনো সময়ে বিতরের নামাজ পড়া যায় । বিতরের নামাজ টি পড়ার সময় তৃতীয় বা শেষ রাকাতের রুকুতে যাওয়ার আগে মুহূর্তে এই দোয়া কুনুত পড়তে হয় । এই দোয়া কুনুতে রয়েছে গভীর রাতে মহান আল্লাহর সঙ্গে তার বান্দার একান্ত আলাপ । এ দোয়ার ফলে আল্লাহ তার বান্দার প্রতি অনেক খুশি হয়ে যান । বান্দার চাওয়া - পাওয়া গুলো সব তিনি পরিপূর্ণ করে দেন । দুনিয়ার সব বিপদ - আপদ থেকে তিনি মুক্তি দিয়ে দেন । 

তাই ইশার নামাজ আদায় করার জন্য প্রত্যেক টি মোমিন মুসলমানদের এই দোয়া কুনুত টি মুখস্থ করে রাখতে হবে ৷ রাসুল ( সা. ) যখন বিতরের নামাজ পড়তেন । বিতর নামাজ আদায় করার জন্য তিনি তার স্ত্রীকে ও মাঝে মধ্যে জাগিয়ে তুলতেন । প্রথম রাকাতে তিনি সুরা আলা পড়তেন , দ্বিতীয় রাকাতে সুরা কাফিরুন পড়তেন এবং তৃতীয় রাকাতে তিনি সুরা ইখলাস পড়তেন । কখনো কখনো তিনি সুরা ফালাক ও সুরা নাস ও পড়তেন । ( বুখারি , হাদিস নাম্বার : ৫১২ , ৯৯৭ ; মুসলিম , হাদিস নাম্বার : ২৭২০; তিরমিজি শরীফ , হাদিস নাম্বার : ৭৪৪ ; মুসনাদে আহমদ , হাদিস নাম্বার : ৪৬২ )

কুনুত শব্দ টি দিয়ে নীরবতা , কিয়াম , সালাত , ইবাদত ইত্যাদি বোঝানো হয়ে থাকে । কুনুত এর উদ্দেশ্য হলো যে , নামাজে দাঁড়ানো অবস্থায় মহান আল্লাহর কাছে দোয়া করা । পাঁচ ওয়াক্ত নামাজে সুরা - কিরাত , দরুদ , তাশাহুদ , দোয়া মাসুরাসহ বিভিন্ন প্রকার সব দোয়া পড়া হয়ে থাকে ৷ নামাজে এ সকল প্রকার দোয়া গুলো পড়া আবশ্যক । এসক দোয়া গুলোর মতো আরেক টি আমল হলো দোয়া কুনুত । বিতর অর্থ বিজোড় । 

বিতর নামাজ আদায় করার জন্য নামাজের রাকাত হবে হলো বিজোড় সংখ্যক ৷ এ জন্য তো এই নামাজ টিকে বিতর নামাজ বলা হয়ে থাকে ৷ নআপনার ইশার নামাজ টি আদায় করার পরে থেকে সুবহে সাদিক পর্যন্ত বিতর পড়া যায় । প্রতিদিন এ সময়ের মধ্যেই আপনার বিতর নামাজ পড়া ওয়াজিব । বিতর নামাজ আদায় করার জন্য অন্যান্য নামাজের মতোই কিন্তু দুই রাকাত করে নামাজ পড়ার পর প্রথম বৈঠকে বসেই তাশাহহুদ পাঠ করতে হয় । 

তৃতীয় রাকাত নামাজ আদায় করার জন্য আবার উঠে দাঁড়িয়ে তারপর সুরা ফাতিহা পাঠ করার পরে এর সঙ্গে সঙ্গে অন্য কোনো সুরা বা আয়াত পাঠ করার পরপর তাকবির বলে আবার দুহাত কান পর্যন্ত উঠিয়ে তাকবিরে তাহরিমার মতো করে হাত বাঁধতে হয় এবং দোয়া কুনুত পাঠ করতে হয় । তারপর আবার অন্যান্য সকল নামাজের মতো রুকু করে , কাওমা পড়ে , সিজদা করে শেষ বৈঠকে বসতে হয় এবং তাশাহুদ পড়তে হবে , দরুদ শরীফ পাঠ করতে হবে , দোয়া মাসুরা পাঠ করে সালাম ফেরানোর মাধ্যমে বিতর নামাজ শেষ করতে হয় ।

দোয়া কুনুত আরবি দোয়া হলো :

اَللَّهُمَّ اِنَّ نَسْتَعِيْنُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِىْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ-اَللَّهُمَّ اِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّىْ وَنَسْجُدُ وَاِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ وَنَرْجُوْ رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ اِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ

যাদের আরবি পড়তে সমস্যা হয়ে থাকে তারা বাংলায় এই দোয়া কুনুত টি মুখস্থ করে নিতে পারেন ।

দোয়া কুনুত বাংলা উচ্চারণ :

আল্লাহুম্মা ইন্না নাসতায়িনুকা ওয়া নাসতাগ ফিরুকা , ওয়ানুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুছনি আলাইকাল খাইর । ওয়া নাসকুরুকা ওয়ালা নাক ফুরুকা , ওয়ানাখলাউ উয়ানাত রুকু মাইয়্যাফযুরুকা । আল্লাহুম্মা ইয়্যাকানা ’ বুদু ওয়ালাকা নুছল্লি , ওয়ানাস জুদু ওয়া ইলাইকা নাসয়া ; ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা , ওয়া নাখশা আজাবাকা ; ইন্না আজাবাকা বিলকুফফারি মুলহিক ।

দোয়া কুনুত এর অর্থ হবে হলো :

আল্লাহ ! আমরা তোমারই সাহায্য চাই । তোমারই নিকহেট ক্ষমা চাই , তোমারই প্রতি ঈমান রাখি , তোমারই ওপর ভরসা করি এবং সকল মঙ্গল তোমারই দিকে ন্যস্ত করি । আমরা তোমার কৃতজ্ঞ হয়ে চলি , অকৃতজ্ঞ হই না । হে আল্লাহ ! আমরা তোমারই দাসত্ব করি , তোমারই জন্য নামাজ পড়ি এবং তোমাকেই সিজদাহ করি । আমরা তোমারই দিকে দৌড়াই ও এগিয়ে চলি । আমরা তোমারই রহমত আশা করি এবং তোমার আযাবকে ভয় করি । আর তোমার আযাবতো কাফেরদের জন্যই র্নিধারিত ।

দোয়া কুনুত বাংলা উচ্চারণ

দোয়া কুনুত বাংলা উচ্চারণ :

আল্লাহুম্মা ইন্না নাসতায়িনুকা ওয়া নাসতাগ ফিরুকা , ওয়ানুমিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া নুছনি আলাইকাল খাইর । ওয়া নাসকুরুকা ওয়ালা নাক ফুরুকা , ওয়ানাখলাউ উয়ানাত রুকু মাইয়্যাফযুরুকা । আল্লাহুম্মা ইয়্যাকানা ’ বুদু ওয়ালাকা নুছল্লি , ওয়ানাস জুদু ওয়া ইলাইকা নাসয়া ; ওয়া নাহফিদু ওয়া নারজু রাহমাতাকা , ওয়া নাখশা আজাবাকা ; ইন্না আজাবাকা বিলকুফফারি মুলহিক ।

দোয়া কুনুত আরবি

اَللَّهُمَّ اِنَّ نَسْتَعِيْنُكَ وَنَسْتَغْفِرُكَ وَنُؤْمِنُ بِكَ وَنَتَوَكَّلُ عَلَيْكَ وَنُثْنِىْ عَلَيْكَ الْخَيْرَ وَنَشْكُرُكَ وَلاَ نَكْفُرُكَ وَنَخْلَعُ وَنَتْرُكُ مَنْ يَّفْجُرُكَ-اَللَّهُمَّ اِيَّاكَ نَعْبُدُ وَلَكَ نُصَلِّىْ وَنَسْجُدُ وَاِلَيْكَ نَسْعَى وَنَحْفِدُ وَنَرْجُوْ رَحْمَتَكَ وَنَخْشَى عَذَابَكَ اِنَّ عَذَابَكَ بِالْكُفَّارِ مُلْحِقٌ

দোয়া কুনুত এর বিকল্প

বিতর নামাজ আদায় করার জন্য দোয়া কুনুত পাঠ করা ওয়াজিব । বিতর নামাজ আদায় করার জন্য বিতর নামাজের তৃতীয় রাকাতে সুরা ফাতিহার সঙ্গে সুরা মিলিয়ে তাকবির বলে হাত বেঁধে এই দোয়া কুনুত পাঠ করতে হয় । তবে দোয়ায়ে কুনুত হুবহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে বর্ণিত শব্দে হওয়া ওয়াজিব নয় । বরং মুসল্লি চাইলে এর বিপরীতে অন্য কোনো দোয়াও করতে পারেন । হাদিসের শব্দ গুলোর বাইরে কিছু শব্দ বাড়াতেও পারেন । 

এমনকি যদি কোরআনের যেসকল আয়াত গুলো তে দোয়া আছে , এমন কিছু আয়াত গুলো পাঠ করতে পারেন — সেটাও জায়েজ আছে । কুনুতের জন্য সুনির্দিষ্ট কোনো প্রকার কোন দোয়া নেই । তাই যে কোনো প্রকার কোন দোয়া পাই করলে ও — এর দ্বারা কুনুত হয়ে যাবে ; এমনকি দোয়া সম্বলিত এক বা একাধিক পবিত্র আল কোরআনের আয়াত পড়লে ও দোয়া কুনুতের উদ্দেশ্য টি হাসিল হয়ে যাবে । তবে হাদিসে যেই দোয়া টি এসেছে সেই দোয়া টি পড়া উত্তম । ( আল - আজাকার , পৃষ্ঠা : ৫০ ) ৷

সুতরাং , আপনি যতটা তাড়াতাড়ি সম্ভব এই দোয়া কুনুত টি মুখস্থ করে নেওয়াই আপনার জন্য উত্তম । এর কারণ হলো যে , এই দোয়া টি পাট করলে রাসুল ( সা. ) - এর ‍সুন্নত । তবে দোয়া মুখস্ত করার আগ পর্যন্ত আপাতত পবিত্র কোরআনে বর্ণিত এই দোয়াটি ও চাইলে পড়া যাবে ।

কোরআনের দোয়া :

رَبَّنَاۤ اٰتِنَا فِی الدُّنْیَا حَسَنَةً وَّ فِی الْاٰخِرَةِ حَسَنَةً وَّ قِنَا عَذَابَ النَّارِ

উচ্চারণ হবে হলো : রাব্বানা আতিনা ফিদ - দুনিয়া হাসানাতাঁও ওয়া ফিল আখিরাতে হাসানাতাঁও ওয়া কিনা আজাবান নার ।

অর্থ টি হবে হলো : হে আমাদের প্রতিপালক , আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন ; আখিরাতেও কল্যাণ দান করুন । এবং আমাদের জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন । ( সুরা বাকারা , আয়াত : ২০১ ) ৷

অথবা , আপনি চাইলে কয়েকবার করে নিম্নোক্ত দেওয়া দুইটি দোয়া বা ইসতিগফার ও পড়তে পারেন —

أَللّهُمَّ اغْفِرْ لَنَا

উচ্চারণ হবে হলো : আল্লাহুম্মাগ ফির লানা । অর্থ : হে আল্লাহ আমাদের ক্ষমা করুন ।

أَسْتَغْفِرُ اللهَ

উচ্চারণ হবে হলো : আসতাগফিরুল্লাহ । অর্থ : হে আল্লহ , আমাকে ক্ষমা করুন ।

শেষ কথা: দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি - দোয়া কুনুত এর বিকল্প

পোষ্টের মাধ্যমে আপনারা দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি - দোয়া কুনুত এর বিকল্প জানতে পারলেন । মনোযোগ সহকারে পড়ে থাকেন তাহলে আশা করি আপনার কোন সমস্যা হওয়ার কথা না দোয়া কুনুত মুখস্ত করার সহজ পদ্ধতি - দোয়া কুনুত এর বিকল্প সম্পর্কে জানতে পারলেন । আপনাদের যদি এই পোস্টটি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ।
পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url