বিশ্বাসঘাতকতা বেইমান বন্ধুদের নিয়ে উক্তি
বিশ্বাসঘাতকতা বেইমান বন্ধুদের নিয়ে উক্তি।জীবনের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে অন্যান্য যে কোন জিনিসের পাশাপাশি অনেক প্রয়োজনীয় একটি জিনিস হল বন্ধু। যেটি আমাদের জীবনের পথে সামনের দিকে এগিয়ে যেতে অনেক সাহায্য করে। আর আপনারা হয়তো সকলেই জানেন যে মানুষ মাত্রই ভুল হয়। তেমনি বন্ধু নির্বাচনে আমরা ভুল করে থাকি। যার ফলে আমাদের তারা মাজ পথে ফেলে রেখে চলে যায়।
বিশ্বাসঘাতকতা বেইমান বন্ধুদের নিয়ে উক্তিঃ
জীবনে সঠিক সঙ্গী খুঁজে পাওয়া কিন্তু অনেক ভাগ্যের ব্যাপার। কথায় আছে না সঙ্গ দোসে লোহা ভাসে। আসলে এ কথাটা একদম সত্য কারণ আপনি যদি ভুল মানুষের সাথে সঙ্গ মিলিয়ে চলেন তাহলে আপনার যাত্রাটা ভুল হবে। আর আপনি যদি একজন ভালো মানুষের সঙ্গে মিশেন তাহলে অবশ্যই মানুষ আপনাকেও ভালো বলবে এবং আপনিও অনেক ভালো থাকবেন।
- দরকার পড়লে হাড্ডি আমি কুকুরকে খাওয়াবো, না তোর মত বন্ধু দেড় নয়। কারণ বিপদে পড়লে আয় আয় কইয়ে ডাকলে কুকুর আগে আসবে। তোর মত বেইমান বন্ধু নয়।
- আমার একটা বন্ধু ছিল, একসাথে ঘুরতাম, খেলতাম, অনেক মজাও করতাম. কিন্তু হঠাৎ করে একদিন কি হয়ে গেল, সে একটা মেয়ের জন্য আমাকে ছেড়ে চলে গেল।
- একজন অসৎ বন্ধু, কখনো প্রকৃত বন্ধুর মর্যাদা রাখতে পারেনা। দিন শেষে সে মনকে ভারাক্রান্ত করে চলে যাই। আর তাকে বলে বেইমান বন্ধু।
- একটা সময় এটা ভাবতাম, কেউ না থাকুক, আমার বেস্ট ফ্রেন্ড সব সময় আমার সাথে থাকবে কিন্তু এখন দেখি আমার বেস্ট ফ্রেন্ডের ও বেস্ট ফ্রেন্ড আছে।
- মাঝে মাঝে নিজেকে নিয়ে অনেক চিন্তা করি, এই যে অল্প বয়সে বড্ড ক্লান্ত হয়ে গেছে আমি। সামনের পরটা আমি কিভাবে পারি দিব। ভেবেছিলাম আমার সাথে যে বন্ধগুলো রয়েছে সেগুলো আমার প্রকৃত বন্ধু হবে। তারা আমার জীবনের পথ চলতে সাহায্য করবে। কিন্তু দিন শেষে তারাও আমার সাথে বেইমানি করে চলে গেলো। যতটা সহজ ভাবি জীবনের পথকে ততটাও সহজ নয়।
- সব বন্ধু, বন্ধ না। কিছু বন্ধু স্বার্থপর আর বেইমানও হয়। যারা শুধু সময়ের সাথে তাল মিলিয়ে তোমার সাথে থাকবে। আজকে তোমার অবস্থা ভালো তোমার বন্ধুরাও তোমার সাথে ভালো ব্যবহার করবে। কালকে যখন তোমার বিপদ হবে, ঠিক তখনই দেখতে পাবে আমার বন্ধুদের আসল রূপ।
- শুনেছিলাম বন্ধুরা সুখে বিপদে একইসঙ্গে আমাদের পাশে থাকে। কিন্তু বড় হওয়ার সাথে সাথে বুঝতে পারলাম, আসলে সব বন্ধুরা কিন্তু প্রকৃত বন্ধু হয় না। সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে যায়। তাই যাই করো কখনো কারো উপর পূর্ণ বিশ্বাস করো না। শেষে গিয়ে সেই তোমাকে অনেক বড় ধাক্কা দিবে।
বিখ্যাত মানুষদের বন্ধুদের নিয়ে কিছু উক্তিঃ
- দুর্ভাগ্যবান তারা যাদের কোনো প্রকৃত বন্ধু নেই।(অ্যারিস্টোটল)
- একটি বই ১০০ টি বন্ধুর সমান কিন্তু একজন ভালো বন্ধু পুরো একটি লাইব্রেরীর সমান।(এ পি যে আব্দুল কালাম)
- আমার সবথেকে ভালো বন্ধু হল আয়না, কারন আমি যখন কাঁদি তখন সে হাসে না।(চার্লি চ্যাপলিন)
- বন্ধু কি? এক আত্মার দুইটি শরীর।(অ্যারিস্টটল)
- যে তোমার দোষ ধরে বন্ধু সেই জন, সম্মুখে তৈরি করে দুশমন সেই জন।(হযরত ওমর ফারুক রাঃ)
- আহ ! কি ভালই না লাগে, পুরনো বন্ধুর হাত।(ম্যারি অ্যাঙ্গলি বাইট)
- হাজারটা বন্ধু পাওয়া বড় কথা নয়, যে বড় কথা হচ্ছে এমন একটা বন্ধু পাওয়া, যখন পৃথিবীর সব মানুষ তোমার বিরুদ্ধে থাকবে তখন সে তোমার পক্ষে থাকবে।(জ্যাক মা)
- শত্রুকে যদি একবার ভয় করো, তবে বন্ধুকে অন্তত দশবার ভয় করিও। কারণ বন্ধু যদি কোন সময় শত্রু হয় তখন তার কবর হইতে মুক্তি পাওয়া সম্ভব হইবে না।(ইবনুল ফুরাতে)
- কখনো কোন বন্ধুকে আঘাত করো না, এমনকি ঠাট্টা ও করোনা।(সিসেরো)
- বন্ধুদের মধ্যে সবকিছুতে একতা থাকে।(প্লেটো)
- অন্ধকারে একজন বন্ধুর সঙ্গে হাটা, আলোতে বন্ধুর সাথে হাটা থেকে অনেক ভালো।(হেলেন কেলার)
- মনে রেখো তোমার শত্রুর শত্রু তোমার বন্ধু, আর তোমার শত্রুর বন্ধু তোমার শত্রু।(হযরত আলী রাঃ)
- গোলাপ যেমন একটি বিশেষ জাতের ফুল, বন্ধু তেমনি একটি বিশেষ জাতের মানুষ।(রবীন্দ্রনাথ ঠাকুর)
- বিশ্বস্ত বন্ধু হচ্ছে প্রান রক্ষাকারী ছায়ার মত। যে তা খুঁজে পেল, সে একটি গুপ্তধন খুঁজে পেল।(নিটসে)
বন্ধুদের নিয়ে ইসলামিক উক্তিঃ
প্রিয় পাঠক আগের পর্বের আমরা জেনেছি বিশ্বাসঘাতকতা বেইমান বন্ধুদের
নিয়ে উক্তি,এই পর্বে আমরা আলোচনা করব বন্ধুদের নিয়ে ইসলামিক উক্তি।আমাদের
মধ্যে অনেকে মুসলিম রয়েছে। যারা তাদের বন্ধুদের কাছে ইসলামিক কিছু উক্তি
পাঠাতে চান। যার মাধ্যমে তারা তাদের বন্ধুদের বোঝাতে পারবেন যে তাদের বন্ধু
তাদের কাছে ঠিক কতটা আপন এবং প্রিয়। তাই আপনিও যদি এমন কিছু ধরনের ইসলামিক
উক্তি খুঁজে থাকেন আপনাদের বন্ধুদের জন্য তাহলে নিজের কিছু ইসলামের উক্তি
দেওয়া রয়েছে এগুলোকে আপনারা ব্যবহার করতে পারবেন।
- এমন কাউকে বন্ধু করবেন না যার জন্য আপনাকে আখিরাতে আফসোস করে বলতে হয়" হাই আমার দুর্ভাগ্য অমুককে বন্ধুরূপে গ্রহণ না করতাম !(সূরা আল ফুরকান)
- বন্ধুত্ব একমাত্র স্টিমেটে যা সবসময় পৃথিবীকে একত্রে রাখতে পারবে।(উইথড্রো উইলসন)
- দুইটি দেহে একটি আর তার অবস্থানকেই বন্ধুত্ব বলে।(অ্যারিস্টটল)
- আমরা বন্ধুর কাছ থেকে মমতা চায়, সংবেদনা চাই, সাহায্য চাই, সে যেন বন্ধুকে চাই।(রবীন্দ্রনাথ ঠাকুর)
- আমার ভালো বন্ধুদের কথা মনে করে আমি যতটা সুখী হতে পারি, অন্য কোনভাবে ঠিক ততটা সুখী হতে পারি না।(উইলিয়াম শেক্সপিয়ার)
- একজন সত্যিকারের বন্ধু তোমাকে তোমার জীবনের সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে।(অস্কার ওয়াইল্ড)
- আমাদের রহস্যময় তার পরীক্ষনে প্রাপ্ত সব থেকে সৌন্দর্যময় জিনিসগুলোর মধ্যে হলঃ শিল্প, বিজ্ঞান ও বন্ধুত্ব।(আলবার্ট আইনস্টাইন)
- বন্ধুদের সংখ্যার উপর সত্যিকারের বন্ধুত্ব নির্ভর করে না। বরং এটি একটি বন্ধুত্বের বিশ্বাস ও পছন্দের উপর নির্ভর করে।(স্যামুয়েল জননস্টন)
- সত্যিকারের বন্ধুত্ব গাছের ধীরে ধীরে বেড়ে ওঠাড় মত বাড়ে।(জর্জ ওয়াশিংটন)
- আমার বন্ধুর জন্য সবচেয়ে বেশি যা করতে পারি তা হল শুধু বন্ধু হয়ে থাকা। তাকে দেওয়ার মতো কোনো সম্পদ আমার কাছে নেই। সে যদি জানে আমি তাকে ভালোবেসে সুখী। সে আর কোন পুরুষকারী চাইবে না। এক্ষেত্রে বন্ধুত্ব কি স্বর্গ নয়?(হেনরি ডেভিড থরো)
- কোন মানুষই অপ্রয়োজনীয় নয় যতক্ষণ তার একটিও বন্ধু আছে।(রবার্ট লই স্টিভেনশন)
- গোপনীয়তা রক্ষা না করে চললে, কখনো বন্ধুত্ব বেশি দিন টিকে থাকে না।(চার্লস হেনরি ওয়েব)
-
নিয়তি তোমার আত্মীয় বেছে দেয়, আর তুমি বেছে নাও তোমার বন্ধু।(জ্যাক
দেলিল)
-
বন্ধুত্ব করতে ধীর গতির হও। কিন্তু বন্ধুত্ব হয়ে গেলে প্রতিনিয়ত তার পরিচর্যা
কর।(সক্রেটিস)
বন্ধুদের মিস করা নিয়ে উক্তিঃ
যখন আমাদের প্রিয় বন্ধুরা আমাদের থেকে অনেক দূরে থাকে। তখন অবশ্যই আমরা তাদের
অনেক মিস করি। তাই এই মিস কোরানে আমরা অনেক সময় বিভিন্ন ধরনের উক্তি
খুঁজে থাকি যেগুলো আমাদের কাছে পাঠিয়ে আমরা বোঝাতে পারবো যে আমরা তাদেরকে
সত্যি অনেক মিস করছি। তাই আপনিও যদি এমন কোন ধরনের উক্তি খুঁজে থাকেন তাহলে
নিজেকে কিছু বন্ধুদের মিস করা নিয়ে কিছু উক্তি দেওয়া রয়েছে। এগুলোকে আপনারা
ব্যবহার করতে পারেন।
- জীবনে একটা সম্পূর্ণ অধ্যায়ের পার করতে হয় স্কুলের বন্ধুদের সাথে, আর এই স্কুলের বন্ধুদের কখনো ভোলা যায় না।
- জীবনে বন্ধুদের সঙ্গে হাজার খুন ছুটি ছিল, ছিল বুক ভরা ভালোবাসা। একটা সময় স্কুলের বন্ধুদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় সবারই।
- বন্ধু তোকে অনেক মিস করি রে, তোর সাথে কাটানো প্রত্যেকটা সময় আমার অনেক মনে পড়ে। যদি সেই পুরোনো দিনগুলো আবার ফিরে আসতো। সত্যি তোকে অনেক মিস করি বন্ধু।
- কি অদ্ভুত তাই না, একই বেঞ্চে ছিলাম তিন বন্ধু আজ তিনজন তিন শহরে। বন্ধু তোদের অনেক মিস করি।
- শুধু ভালোবাসার মাংস থেকে দূরে সরে গেলে তাকে মিস করলে কষ্ট লাগে তা কিন্তু নয়। আমাদের আপন বন্ধুদের কাছ থেকেও দূরে সরে গেলে, তাদেরকে মিস করলে অনেক কষ্ট হয়। আই মিস ইউ মাই ফ্রেন্ড।
- বাড়ি থেকে মন খারাপ হয়ে স্কুলে গেলে, বাড়ি আসার সময় ঠিকই আমার মন ভালো থাকতো। কত সুন্দরী না ছিল আমাদের বন্ধুত্বটা। বন্ধুদের চোখের সামনে দেখলেই মনটা খুশি হয়ে যতো। কিন্তু এখন মন খুশি করার মতো আমার বন্ধুরা আর কাছে নেই।
- জীবনের পথে সামনে এগিয়ে যেতে গেলে যেমন পরিবারের পাশে প্রয়োজন। তেমনি বন্ধুদেরও পাশে প্রয়োজন। তারা আমাদের জীবনের প্রতিটা কঠিন মুহূর্তে আমাদের পাশে থাকে। তাই বন্ধুদের কখনো অবহেলা করো না। যেদিন বন্ধু তোমার কাছ থেকে দূরে সরে যাবে সেদিন তার শূন্যতা অনুভব করতে পারবে আজ আমি অনুভব করছি।
- আমাদের বন্ধুত্ব কখনোই নষ্ট হবে না। আমরা একে অপরকে কখনো ভুলে যাবো না। কিন্তু সময় সবকিছু বদলে দেয়। সময়ের সঙ্গে বন্ধুরাও হারিয়ে যায়। বন্ধু তোদের অনেক মিস করি। আবার যদি ফিরে পেতাম সেই দিনগুলো কতই না মজা হত।
লেখকের মন্তব্যঃবিশ্বাসঘাতকতা বেইমান বন্ধুদের নিয়ে উক্তি
প্রিয় পাঠক আজকে আমরা এই আর্টিকেলের শেষপ্রান্তে চলে এসেছি। আশা করছি আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনি জানতে পেরেছেন,বন্ধুদের মিস করা নিয়ে উক্তি,বন্ধুদের নিয়ে ইসলামিক উক্তি,বিখ্যাত মানুষদের বন্ধুদের নিয়ে কিছু উক্তি,বিশ্বাসঘাতকতা বেইমান বন্ধুদের নিয়ে উক্তি।
আজকের এই আর্টিকেল সম্পর্কে আপনার যদি কোন মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনি আপনার বন্ধু বান্ধবের সঙ্গে আজকের এই বিশ্বাসঘাতকতা বেইমান বন্ধুদের নিয়ে উক্তি আর্টিকেলটি শেয়ার করবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url