জানাজার নামাজ পড়ানোর নিয়ম - জানাজার নামাজের নিয়ত আরবিতে
জানাজার নামাজ পড়ানোর নিয়ম প্রিয় পাঠক আপনি কি জানাজার নামাজ পড়ানোর নিয়ম এবং জানাজার নামাজের নিয়ত আরবিতে এ বিষয় সম্পর্কে জানতে চাচ্ছেন?তাহলে আজকের আর্টিকেল আপনার জন্য।কেননা আজকের আর্টিকেলের ভিতরে আমরা আলোচনা করতে চলেছি জানাজার নামাজ পড়ানোর নিয়ম এবং জানাজার নামাজের নিয়ত আরবিতে সম্পর্কিত যাবতীয় সকল তথ্য।
সেই সাথে আপনি জানাজার নামাজের বাংলা নিয়ত , জানাজার নামাজের নিয়ত ও দোয়া, এবং
জানাজার নামাজের তৃতীয় দোয়া এ বিষয় সম্পর্কে জানতে পারবেন।তাই আজকের আর্টিকেল
শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে পড়ে জেনে নিন জানাজার নামাজ পড়ানোর নিয়ম
এবং জানাজার নামাজের নিয়ত আরবিতে সম্পর্কে।
পোস্ট সূচিপত্রঃ জানাজার নামাজ পড়ানোর নিয়ম।জানাজার নামাজের নিয়ত
আরবিতে
ভূমিকা।জানাজার নামাজ পড়ানোর নিয়ম।
প্রিয় পাঠক আমাদের আজকের আর্টিকেলের মূল আলোচনার বিষয়ই থেকে আপনাদের সামনে তুলে
ধরার চেষ্টা করেছি জানাজার নামাজ পড়ানোর নিয়ম এবং জানাজার নামাজের নিয়ত আরবিতে
এ বিষয় সম্পর্কিত যাবতীয় সকল তথ্য।সেই সাথে আমরা আজকের আর্টিকেল থেকে জেনে নিব
জানাজার নামাজের চতুর্থ দোয়া এবং জানাজার নামাজের বাংলা নিয়ত।
আশা করছি আজকের আর্টিকেল পড়ে আপনি উপকৃত হবেন।কারণ আজকের আর্টিকেলে আমরা সে
সমস্ত বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করেছি যা আপনারা মনে মনে জানতে চেয়েছেন।আজকের
আর্টিকেল আপনি যদি শেষ পর্যন্ত পড়েন।তবে আপনিও জানাজার নামাজ পড়ানোর নিয়ম এ
নিয়মে সকল বিষয়বস্তু সম্পর্কে জানতে পারবেন।
জানাজার নামাজের বাংলা নিয়ত
জানাজার নামাজের বাংলা নিয়ত সম্পর্কে অনেকেই জানতে চাই যারা জানাজার নামাজের
বাংলা নিয়ত জানতে চান তাদের জন্য নিচে দেওয়া হল জানাজার নামাজের নিয়ত বাংলায়।
উচ্চারণ: নাওয়াইতু আন উয়াদ্দিয়া আরবা'আ তাকবীরাতি সালাতিল জাানাযাতি
ফারদুল কিফায়াতি আসসানাউ লিল্লাহি তা'আলা ওয়াস সালাতু 'আলান্নাবিয়্যি' ওয়াদ দু'
আউ লিহাযাল মাইয়্যিতি মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শারীফাতি আল্লাহু আকবর।
আরো পড়ুনঃ
অর্থ: আমি পবিত্র কাবা শরীফের দিকে মুখ করে জানাজার নামাজ যা ফরযে
কিফায়া, চার তাকবীরের সাথে আদায় করতে নিয়ত করলাম। এটা আল্লাহ তা'আলার জন্য
প্রশংসা, হযরত মুহাম্মদ (সা:) এর ওপর দরূদ এবং এ মৃত ব্যক্তির জন্য দোয়া। আল্লাহু
আকবর।
জানাজার নামাজের নিয়ত আরবিতে
নিম্নে জানাজার নামাজের নিয়ত বাংলায় ও আরবিতে দেওয়া হলো,
জানাজার নামাজের নিয়ত আরবিতে উচ্চারনঃ
نَوَيْتُ اَنْ اُؤَدِّىَ لِلَّهِ تَعَا لَى اَرْبَعَ تَكْبِيْرَاتِ صَلَوةِ
الْجَنَا زَةِ فَرْضَ الْكِفَايَةِ وَالثَّنَا ءُ لِلَّهِ تَعَا لَى وَالصَّلَوةُ
عَلَى النَّبِىِّ وَالدُّعَا ءُلِهَذَا الْمَيِّتِ اِقْتِدَتُ بِهَذَا الاِْمَامِ
مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
জানাজার নামাজের নিয়ত আরবিতে বাংলায় উচ্চারনঃ “নাওয়াইতু আন
উয়াদ্দিয়া লিল্লাহে তায়ালা আরবা আ তাকবীরাতে ছালাতিল জানাজাতে ফারজুল
কেফায়াতে আচ্ছানাউ লিল্লাহি তায়ালা ওয়াচ্ছালাতু আলান্নাবীয়্যে ওয়াদ্দোয়াউ
লেহাযাল মাইয়্যেতে এক্কতেদায়িতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল
কাবাতিশ শারিফাতে আল্লাহু আকবার।
শরীয়তে জানাজার নামাজের নিয়ত বাংলায় উচ্চারনঃ আমি কিবলামুখী হয়ে জানাজার নামাজ
ফরজে কেফায়া, চার তাকবিরের সহিত এই ইমামের পিছনে এই মাইয়্যেতের জন্যে দোয়া
করিতেছি আল্লাহু আকবর।
তবে এখানে আপনাদের যে বিষয় টি মনে রাখতে হবে সেটি হলো, মৃত ব্যাক্তি পুরুষ হলে।
তার জানাজার নামাজের নিয়ত আরবিতে “লেহাযাল মাইয়্যেতে” বলতে হবে।
জানাজার নামাজ পড়ার নিয়ম
মৃত ব্যক্তিকে একটি খাটের উপর উত্তর শিয়রী করে শোয়াবে। মৃত ব্যক্তির যদি মহিলা হয়
তবে বিশেষ ভাবে পর্দার ব্যবস্থা করতে হবে। ইমাম সাহেব মৃত্যু ব্যক্তিকে সামনে
রেখে ক্বিবলামুখী হয়ে ঠিক তার বুক বরাবর দাঁড়াবে। এরপর নিয়ত করতঃ উচ্চস্বরে
তাকবীর বলে যথা নিয়মে তাহরীমা বাঁধবে। মুক্তাদিগণও বিন আওয়াজে চুপে চুপে নিয়ত ও
তাকবীর বলে ইমাম সাহেবের অনুকরণ করবে।
আরো পড়ুনঃ শবে বরাত কি - শবে বরাতের ফজিলত
তারপর সকলে নীরবে দরূদ পড়বে, যা নামাযে আমরা পড়ে থাকি। অতঃপর ইমাম সাহেব ৩য়
তাকবীর বলবে, মোক্তাদিরা তার অনুসরণ করবে ও আস্তে আস্তে দু'আয়ে মাছুরা (
আল্লাহুম্মাগফির লি হাইয়িনা থেকে আলাল ঈমান পর্যনৃত পড়বে) অতঃপর ঈমাম সাহেব ৪র্থ
তাকবীর বলে সালাম ফিরাবে মুক্তাদিগণ তার অনুসরণ করে সালাম ফিরাবে। এভাবে জানাজার
নামাজ পড়ার নিয়ম আপনিও পড়তে পারেন এই নিয়মে জানাজা।
জানাজার নামাজের নিয়ত আরবিতে উচ্চারনঃ
نَوَيْتُ اَنْ اُؤَدِّىَ لِلَّهِ تَعَا لَى اَرْبَعَ تَكْبِيْرَاتِ صَلَوةِ
الْجَنَا زَةِ فَرْضَ الْكِفَايَةِ وَالثَّنَا ءُ لِلَّهِ تَعَا لَى وَالصَّلَوةُ
عَلَى النَّبِىِّ وَالدُّعَا ءُلِهَذَا الْمَيِّتِ اِقْتِدَتُ بِهَذَا الاِْمَامِ
مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
জানাজার নামাজের নিয়ত আরবিতে বাংলায় উচ্চারনঃ “নাওয়াইতু আন
উয়াদ্দিয়া লিল্লাহে তায়ালা আরবা আ তাকবীরাতে ছালাতিল জানাজাতে ফারজুল
কেফায়াতে আচ্ছানাউ লিল্লাহি তায়ালা ওয়াচ্ছালাতু আলান্নাবীয়্যে ওয়াদ্দোয়াউ
লেহাযাল মাইয়্যেতে এক্কতেদায়িতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল
কাবাতিশ শারিফাতে আল্লাহু আকবার।
ছানা: -سُبْحَانَكَ اَللَّهُمَّ وَبِحَمْدِكَ وَتَبَارَكَ اسْمُكَ
وَتَعَالَى جَدُّكَ وَجَلَّ ثَنَاءُكَ وَلاَ اِلَهَ غَيْرُكَ-
উচ্চারণ: সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবা-রাকাছমুকা,
ওয়া তাআলা জাদ্দুকা ওয়া ওয়া লা-ইলাহা গাইরুকা।
অর্থ: হে আল্লাহ! সকল প্রশংসা আপনার। আপনি সব ধরনের ত্রুটি-বিচ্যুতি
হতে পবিত্র। আপনার নাম মঙ্গল ও বরকতপূর্ণ, আপনার মহত্ত্ব অতি বিরাট, আপনার
প্রশংসা অতি মহত্ত্বপূর্ণ এবং একমাত্র আপনি ছাড়া আর কোনো প্রভু নেই।
তারপর দ্বিতীয় তাকবীর বলে দুরুদ শরীফ যা নামাজের তাশাহুদ এর পর পড়তে হয় তা
পড়ে তৃতীয় তাকবীর পড়বে এবং প্রথম তাকবির ব্যতীত বাকি তিন তাকবীর কান পর্যন্ত
হাত উঠাতে হবে না।
জানাজার নামাজের নিয়ত ও দোয়া
ইসলাম ধর্মে একজন মৃত ব্যক্তির জানাজার নামাজ পড়তে হয় জানাজার নামাজের নিয়ত ও
দোয়া সম্পর্কে অনেকেই জানতে চেয়েছেন যারা জানাজার নামাজের নিয়ত ও দোয়া
সম্পর্কে জানেন না তারা আজকে আমাদের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ে জেনে নিতে
পারবেন জানাজার নামাজের নিয়ত ও দোয়া। মৃত ব্যক্তিকে কবর দেওয়ার আগে তার জানাজা
পড়া হয় ইসলামের শরীয়ত অনুযায়ী এবং সেই ব্যক্তিকে তারপরে কবর দেওয়া হয়।
জানাজার নিয়ত:
نَوَيْتُ اَنْ اُؤَدِّىَ لِلَّهِ تَعَا لَى اَرْبَعَ تَكْبِيْرَاتِ صَلَوةِ
الْجَنَا زَةِ فَرْضَ الْكِفَايَةِ وَالثَّنَا ءُ لِلَّهِ تَعَا لَى وَالصَّلَوةُ
عَلَى النَّبِىِّ وَالدُّعَا ءُلِهَذَا الْمَيِّتِ اِقْتِدَتُ بِهَذَا الاِْمَامِ
مُتَوَجِّهًا اِلَى جِهَةِ الْكَعْبَةِ الشَّرِ يْفَةِ اَللَّهُ اَكْبَرُ
জানাজার নামাজের নিয়ত আরবিতে বাংলায় উচ্চারনঃ “নাওয়াইতু আন
উয়াদ্দিয়া লিল্লাহে তায়ালা আরবা আ তাকবীরাতে ছালাতিল জানাজাতে ফারজুল
কেফায়াতে আচ্ছানাউ লিল্লাহি তায়ালা ওয়াচ্ছালাতু আলান্নাবীয়্যে ওয়াদ্দোয়াউ
লেহাযাল মাইয়্যেতে এক্কতেদায়িতু বিহাযাল ইমাম মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল
কাবাতিশ শারিফাতে আল্লাহু আকবার।
জানাজার দোয়া:
উচ্চারণ : আল্লাহুম্মাগফির লিহাইয়িনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা
ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনছানা। আল্লাহুম্মা
মান আহয়াইতাহু মিন্না ফা-আহইহী 'আলাল ইসলাম ওয়ামান তাওয়াফফাইতাহু মিন্না
ফাতাওয়াফফাহু 'আলাল ঈমান।
অর্থ: হে আল্লাহ! আমাদের জীবিত, মৃত, উপস্থিত অনুপস্থিত এবং পুরুষ ও
স্ত্রীলোকদেরকে ক্ষমা করো। হে আল্লাহ! আমাদের মধ্যে যাদেরকে তুমি জীবিত রাখ
তাদেরকে ইসলাম ধর্মে জীবিত রেখো যাদেরকে তুমি লোকান্তরিত করো তাদেরকে ঈমানের সাথে
উঠাও।
উচ্চারণ: আল্লাহুম্মাজ'আলহু লানা ফারাতাও ওয়াজআলহু লান আজরাও
ওয়াযুখরা ওয়াজ'আলহু লানা শাফি'য়াও ওয়া মুশাফফা'য়ান।
অর্থ: হে আল্লাহ! আমাদের জন্য অগ্রগামী কর এবং একে আমাদের পুরষ্কার ও
সম্বলের উপলক্ষ্য কর এবং একে আমাদের জন্য প্রার্থনাকারী ও সাফায়াতকারী কর।
উচ্চারণ: আল্লাহুম্মাজ 'আলহা লানা ফারাতাও ওয়াজ'আলহা লানা আজরাও ওয়া
যুখরাও ওয়াজ 'আলহা লানা শাফি'য়াতাও ওয়া মুশাফফা'য়াহ্।
মনে রাখা উচিত যে চার তাকবীরের এক তাকবীরও ছেড়ে দিলে জানাজার নামাজ দূরস্ত হবে
না।
জানাজার নামাজের তৃতীয় দোয়া
মৃত ব্যক্তি বলেগ হলে নিম্নের দোয়া পড়বে।
উচ্চারণ: আল্লাহুম্মাগফির লিহাইয়িনা ওয়া মাইয়্যিতিনা ওয়া শাহিদিনা
ওয়া গায়িবিনা ওয়া সাগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনছানা। আল্লাহুম্মা
মান আহয়াইতাহু মিন্না ফা-আহইহী 'আলাল ইসলাম ওয়ামান তাওয়াফফাইতাহু মিন্না
ফাতাওয়াফফাহু 'আলাল ঈমান।
অর্থ: হে আল্লাহ! আমাদের জীবিত, মৃত, উপস্থিত অনুপস্থিত এবং পুরুষ ও
স্ত্রীলোকদেরকে ক্ষমা করো। হে আল্লাহ! আমাদের মধ্যে যাদেরকে তুমি জীবিত রাখ
তাদেরকে ইসলাম ধর্মে জীবিত রেখো যাদেরকে তুমি লোকান্তরিত করো তাদেরকে ঈমানের সাথে
উঠাও।মৃত নাবালোগ ছেলে হলে তৃতীয় তাকবীরর পর উপরোক্ত দোয়া ন পড়ে এ দোয়া পড়বে।
উচ্চারণ: আল্লাহুম্মাজ'আলহু লানা ফারাতাও ওয়াজআলহু লান আজরাও
ওয়াযুখরা ওয়াজ'আলহু লানা শাফি'য়াও ওয়া মুশাফফা'য়ান।
অর্থ: হে আল্লাহ! আমাদের জন্য অগ্রগামী কর এবং একে আমাদের পুরষ্কার ও
সম্বলের উপলক্ষ্য কর এবং একে আমাদের জন্য প্রার্থনাকারী ও সাফায়াতকারী কর।
জানাজার নামাজের চতুর্থ দোয়া
আসসালামু আলাইকুম আপনারা কি জানাজার নামাজের চতুর্থ দোয়া সম্পর্কে জানতে চান কেউ
যদি জানাজার নামাজের চতুর্থ দোয়া সম্পর্কে না জেনে থাকে তাহলে আজকের আমাদের
আর্টিকেলটি পড়ে আপনারাও জেনে যেতে পারবেন জানাজার নামাজের চতুর্থ দোয়া। জানাযার
নামাজ একজন ইমামের নেতৃত্বে জামাতের সাথে বা দলবদ্ধভাবে সংগঠিত হয়।
আরো পড়ুনঃ আমেল আইডি ভিসা চেনার উপায় নিয়ে বিস্তারিত
অংশগ্রহণকারীরা বেজোড় সংখ্যক কাতারে বা সারিতে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এ নামায
আদায় করেন। এটি ৪ তাকবিরে নামাজ। দাঁড়িয়ে এ নামাজ আদায় করতে হয় এবং সালাম
ফেরানোর মধ্য দিয়ে এ নামায শেষ হয়। সাধারণত জানাযার নামাযের শেষে মুনাজাত বা
দোয়া করতে হয় না কারণ ইসলামের প্রতিষ্ঠিত বিধান অনুযায়ী এ নামাযের মাধ্যমেই
মৃতের জন্য দোয়া করা হয়।
জানাযা শেষে মৃতব্যক্তিকে অবিলম্বে গোরস্থানে নিয়ে যেতে হয় এবং ইসলামী রীতিতে
কবর তৈরী করে মাটিতে দাফন করতে হয়।এছাড়াও যদি কোন মৃত্যু নাবালেগা বালিকা হয়
তাহলে এই দোয়া পড়তে হবে
উচ্চারণ : আল্লাহুম্মাজ 'আলহা লানা ফারাতাও ওয়াজ'আলহা লানা আজরাও ওয়া
যুখরাও ওয়াজ 'আলহা লানা শাফি'য়াতাও ওয়া মুশাফফা'য়াহ্।
মনে রাখা উচিত যে চার তাকবীরের এক তাকবীরও ছেড়ে দিলে জানাজার নামাজ দূরস্ত হবে
না।
শেষ কথা।জানাজার নামাজ পড়ানোর নিয়ম
প্রিয় পাঠক ভাই ও বন্ধুগণ আপনারা নিশ্চয়ই আজকের আর্টিকেল সম্পূর্ণ করে ইতিমধ্যে
জানতেও বুঝতে পেরেছেন জানাজার নামাজ পড়ানোর নিয়ম এবং জানাজার নামাজের নিয়ত
আরবিতে সম্পর্কিত সকল তথ্য।আশা করছি আজকের আর্টিকেল পড়ে আপনার কাছে তথ্যবহুল এবং
উপকৃত বলে মনে হয়েছে।আজকের আর্টিকেল পড়ে আপনার কাছে কেমন লাগলো তা আপনার
মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন।
আরো পড়ুনঃ ফজরের নামাজের ১০ ফজিলত জানুন
এছাড়াও আপনি যদি ইসলামি সম্পর্কিত আরো পোস্ট পড়তে চান। তাহলে আমাদের ওয়েবসাইটি
ঘুরে আসুন এবং ভিজিট করে রাখুন।এতক্ষণ সময় ধরে আমাদের সঙ্গে থেকে পোস্টটি পড়ার
জন্য আপনাকে আন্তরিকভাবে ধন্যবাদ।আজকের আর্টিকেল আপনার বন্ধু এবং আত্মীয়দের মাঝে
শেয়ার করতে ভুলবেন না।আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url