শীতের পিঠা - শীতের পিঠা অনুচ্ছেদ
সুপ্রিয় পাঠক আশা করছি আপনারা সবাই ভাল আছেন আজকের টাইটেল দেখে আপনারা সবাই
বুঝতে পারছেন আজকে আমরা কি নিয়ে আলোচনা করব। হ্যাঁ আপনি ঠিক করেছেন আজকে
আমরা আলোচনা করব শীতের পিঠা ও শীতের পিঠা অনুচ্ছেদ নিয়ে।
আজকের এই আর্টিকেলের মাধ্যমে আপনি জানতে পারবেন শীতের পিঠা শীতের পিঠা অনুচ্ছেদ সম্পর্কে। জানতে হলে পুরো পর্বটি মনোযোগ সহকারে পড়ুন।
ভূমিকা
শীতের সকাল
আশেপাশের কোন কিছুই দেখা যায় না। মাঝে মাঝে এই কুয়াশা এতটাই হয় যে সূর্যের আলো মাটিতে এসে পৌঁছতে পারে না। সূর্য বিলম্বে উঠে বলে মনে হয়। শিশু এবং বৃদ্ধরা সকালে হাড় কাঁপানো শীতে কষ্ট অনুভব করে। শীতের সময় রাত থেকেই কুয়াশা বাড়তে থাকে। আশেপাশের ঘাস কিংবা গাছপালায় শিশির জমতে শুরু করে।
যখন ধীরে ধীরে কুয়াশা সরে যায় তখন সূর্যি মামা উঁকি দেয়। সে আলো সোনার মতো ঝলমল করে। সূর্য উঠার পর ধীরে ধীরে সকলে অলসতা কাটিয়ে কম্বলের নিচে থেকে উঠতে থাকে। কৃষকেরাও গরু ছাগল নিয়ে মাঠে যায়। অন্যান্য সময়ে সূর্যের তাপ ভালো না লাগলেও। শীতের এই সূর্যের তাপ সকলের কাছে মিষ্টি লাগে।
এই সময় প্রতিটি বাড়িতে বাড়িতে পিঠার উৎসব লেগে থাকে। শীতকালের এ পিঠা উৎসব হওয়ার অন্যতম কারণ হলো খেজুরের গুড়। কারণ শীতকাল ছাড়া অন্য সময় খেজুরের রস পাওয়া যায় না। তাই টাটকা টাটকা রসের খেজুরের গুড়ের পিঠার স্বাদ একটু অন্যরকম।
শীতের পিঠা
বিচিত্র পিঠাপোলির দেশ বাংলাদেশ। পিঠা আমাদের প্রিয় খাবার।এও বলা যায় যে বলা যায় যে, পিঠা বাংলাদেশের ঐতিহ্যবাহী জিনিসের মধ্যে একটি। আমাদের দেশের সারা বছরে পিঠা হয়। তবে শীতের দিনে পিঠা বেশি তৈরি করা হয়। শীতকালে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে নানা ধরনের পিঠা তৈরি করা হয়।
এর মধ্যে সবচেয়ে পরিচিত পিঠাগুলোর নাম হলঃ চিতই পিঠা, ভাপা পিঠা, বড়া পি, পাটিসাপটা পুলি পিঠা পুলি ইত্যাদি আরও নানা ধরনের পিঠা রয়েছে। এছাড়াও রয়েছে দুধপুলি, খিরপুল্, চন্দ্র পুল্ মালপোয়া, পাকোয়ান আরও নানা ধরনের পিঠা রয়েছে।শীতকালের নারিকেল আর খেজুর গুড়ের গরম ভাপা পিঠা খেতে সবাই পছন্দ করে। এমনকি এটি শহরের বিভিন্ন রাস্তায় রাস্তায় বিক্রি করা হয়। আমাদের দেশের অন্যতমপিঠা হলো পুলি পিঠা।
নকশা পিঠার বিখ্যাত হওয়ার কারণ এই পিঠা নকশাগুলো। এই পিঠাকে একটু বিশেষভাবে
তৈরি করা হয়। তেমনই এই পিঠা খাওয়ার পাশাপাশি দেখতে অনেক সুন্দর।
এই পিঠাগুলোর এলাকা ভেদে নাম রয়েছে। একেক জায়গায় একেক নামে ডাকা হয়
পিঠাগুলোকে। কিন্তু সব জায়গায় এই পিঠা একই রকম ভাবে বানানো হয়। শীতের
দিনে সবচেয়ে বেশি গ্রামগুলোতেই পিঠাপুলি বানানো হয়। তবে
আজকাল শহরের রাস্তাঘাট সহ , বিভিন্ন বড় বড় দোকানেও এই পিঠাপুলি
বিক্রি করা হয়।
শীতের পিঠা অনুচ্ছেদ
অনুচ্ছেদ লিখা হয় একটি বাক্যের ওপর কিংবা একটি শব্দের ওপর নির্ভর করে। অনুচ্ছেদ লিখতে হলে সে বাক্যটির ওপর সব গুরুত্বপূর্ণ তথ্য সে অনুচ্ছেদে লিখতে হবে। এরপর পরবর্তীতে অনুচ্ছেদের বাকি অংশগুলো উন্নয়ন ও সমর্থনের জন্য আরও বাহিরের কিছু বাক্য যোগ করতে হবে। এমন একটি বাক্য দিয়ে শেষ করতে হবে। যেন সে বাক্যটি পড়ে সে অনুচ্ছেদের কথা সম্পূর্ণভাবে বোঝা যায়।
অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url